চাঁদপুর জেলার অন্তরগর্ত মতলব উত্তর উপজেলার আনুমানিক ১৫কি.মি. দুরে অবস্থিত ৩৯৪৮ একর ফতেপুর ইউনিয়ন। উক্ত ইউনিয়ন মতলব উত্তর উপজেলার ফতেপুর (পূর্ব)ইউনিয়ন এবং ফতেপুর ইউনিয়নের ১৪ টি গ্রাম নিয়ে গঠিত।
নিম্নেওয়ার্ড ওয়ারীগ্রাম সমুহ প্রদর্শিত হইল।
১ নং ওয়ার্ডঃ-
১।লুধুয়া
২ নং ওয়ার্ডঃ-
১। বেগমপুর
২।নান্দুরকান্দি
৩ নং ওয়ার্ডঃ-
১। লুধুয়া
৪ নং ওয়ার্ডঃ-
১। শাহাবাজকান্দি
২। রসূলপুর
৫ নং ওয়ার্ডঃ-
১। বারহাতিয়া
২।সানাতেরকান্দি
৬ নং ওয়ার্ডঃ-
১।এনায়েত নগর
২।ভাটিরসুলপুর
৭ নং ওয়ার্ডঃ-
ফতেপুর
৮ নং ওয়ার্ডঃ-
১।সিপাইকান্দি
২। মাইজকান্দি
৩।চরহরিগোপ
৯ নং ওয়ার্ডঃ-
১।ঠেটালিয়া
মোট ভোটার সংখ্যা -১৩,১৫৯ জন।
মোট জনসংখ্যা-২০,৪৫৫জন।
মোট গ্রামের সংখ্যা ১৫ টি।
স্থানীয় সরকার অধ্যাদেশ ১৯৮৩ এর বিভিন্ন ধারার আলোকে ইউনিয়ন পরিষদ নিম্ন বর্ণিতদ্বায়িত্ব পালন করে থাকে যেমন: ১। আইন শৃংঙ্খলা রক্ষা করা ২। কৃষি, বৃক্ষ রোপন ৩। স্বাস্থ্য ৪। পরিবার পরিকল্পনা ৫। স্যানিটেশন ৬। জন্ম, মৃত্যু, অন্ধ, ভিক্ষুকও দুঃস্থদের নিবন্ধন ৭। গ্রাম আদালতের মাধ্যমে বিচার ও সালিশ কার্যক্রম পরিচালনা করা হয় ৮। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করা ইত্যাদি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস