ফতেপুর ইউনিয়ন পরিষদের আয়েত্তে ০৬টি বাজার রয়েছে এগ্তলোর মধ্য হলঃ ১। লুধুয়া নয়াকান্দি বাজার২।এনায়েত নগর বাজার।৩।লুধুয়া আমতলা বাজার,৪।সুজাতপুর বাজার,৫।ফতেপুর বাজার,৬।ঠেটারিযা বাজার।
১। এনায়েত নগর বাজারের বৈশিষ্টঃ
এনায়েত নগর বাজার প্রসিদ্ধ বাজার ,যখন ৫-৬ কিলোমিটারের মধ্যে কোন বাজার ছিল না তখন এই এতিহ্যবাহি শাহতলী বাজার ছিল এবং এখান থেকেই দুরদূরান্তের মানুষ এসে তাদের চাহিদা মোতাবেক বাজার করতে। কিন্তু সময়ের বিবরতনে শাহতলী বাজার দিন দিন এর প্রসিদ্ধ হারিয়ে ফেলছে। কিন্তু বর্তমানে আবার রাস্তা ঘাট উন্নতির ফলে এর প্রসার ধীরে ধীরে বিকট আকার ধরন করছে।
১। লুধুয়া নয়াকান্দি বাজার
২। এনায়েত নগর বাজার
৩। লুধুয়া আমতলা বাজার
৪। সুজাতপুর বাজার
৫।ফতেপুর বাজার
৬।ঠেটালিয়া বাজার
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস