এক নজরে
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার একটি ঐতিহ্যবাহী ত্ত র্বহত্তম জনপদ হলো ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ।কালের পরিক্রমায় আজ অত্র ইউনিয়ন বিভিন্ন ধরনের হাতের নাগালে সুযোগ সুবিধা পাওয়ায় ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
ক) গ্রামের সংখ্যা- ১৫টি।
খ) মৌজার সংখ্যা-৩টি।
গ) হাটবাজার সংখ্যা - ১০টি।
ঘ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সড়ক পথ, ।
ঙ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব আজমল হোসেন চৌধুরী।
চ) ঐতিহাসিক / পর্যটন স্থান –৪টি।
ছ) ইউ.পি কমপ্লেক্স ভবন কাল- (নতুন ভবন)
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS